ট্রাস্ট ব্যাংকে হিসাব থাকা সাপেক্ষে অনলাইনের মাধ্যমে সরাসরি কলেজের Account Number- 0002-0310281011, Account Name: Chairman, Adamjee Cantonment College স্থানান্তরের মাধ্যমে বেতন পরিশোধ করা যাবে ।
উল্লেখিত সকল ক্ষেত্রেই শিক্ষার্থীর আইডি নম্বর, নাম এবং কলেজের হিসাব নম্বর নির্ভুলভাবে লিখতে হবে ।
কলেজ কাউন্টারে নগদ/ক্রসচেকের মাধ্যমে জমা দেয়া যাবে ।
বিকাশ (bKash) এবং tap (Trust Axiata Pay) এর মাধ্যমে ফি জমা দেয়া যাবে ।
SSL COMMERZ (Debit/Credit Card: Visa, Master Card, Union Pay, Nexus); Internet Banking: (City Touch, AB Direct, Bank Asia, MTB Internet Banking, Islami Bank Internet Banking); Mobile Financial Services: (Nagad, Rocket, MCash, My Cash, Sure Cash, Upay) ব্যবহার করে ফি জমা দেয়া যাবে ।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার পূর্বে সমস্ত বকেয়া বেতন ও ফি পরিশোধ করতে হবে ।