আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় (বাংলা) বিতর্ক প্রতিযোগিতা-২০২৫

‘শাণিত যুক্তিতে আসুক মুক্তি’- এ লক্ষ্যকে সামনে রেখে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (বাংলা) এর বিতার্কিক দল আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় (বাংলা) বিতর্ক প্রতিযোগিতা-২০২৫, ঢাকা অঞ্চল এ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমাপনী দিবস ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মাহবুব-উল্‌ আলম বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পি এইচডি, ভাইস চ্যান্সেলর, বিইউপি।

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক (বাংলা) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে ২- ১ ব্যালটে পরাজিত করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সারা তাসনিম। এছাড়াও উক্ত বিতর্কে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পক্ষে অংশগ্রহণ করেছিল তাসলিম আহমেদ তামিম, সামিহা রহমান মেধা, আরিদ আরিয়ান, তাহজিব কবির, ফৌজিয়া ফারহিন, সাদ বিন সারওয়ান।