We are delighted to share that Adamjee Cantonment College became Champion in Inter-cantonment Volleyball Tournament-2024 (Girls). The venue of the event was in Nirjhor Cantonment Public School & College.
Champion in Inter-Cantonment English Medium School and College Parliamentary Debate Competition-2024 (Regional Round)
শিক্ষা প্রসারে জাতির এক সূর্য সন্তানব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী।অধ্যক্ষ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।আমরা স্মরণ করি অতি শ্রদ্ধায়============================= আমার দূর সম্পর্কীয় ভাগনা হলেন মিঃ ফারুক, ব্রি, জে, আল ফারুক সিদ্দিকী- কে দেখতে কাল আদমজী ক্যান্টনমেন্ট কলেজে গিয়েছিলাম। দীর্ঘ ২২ বৎসরের পর ভাগনার সাথে দেখা হল। ওকে ট্রেস চাট্টিখানি কথা ছিল না। অনেক আর্মি পারসনকে বলতেছিলাম বেশ কয়েক বছর থেকে। ওকে পাওয়ার ব্যাপারে বন্ধু কর্নেল শামিম ( আমার কলেজ বন্ধু ডাঃ নজরুলের সহপাঠী) ও ভাগনা কর্নেল মতলবকে ( আমার কলেজ সহপাঠী ফক্রুজ্জামানের ভাগনা) স্মরণ করতে হয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বার্তায় ফাঁকে কলেজের জুলাই ২০২৩ (?) এর নিউজ লেটার চোখে পড়ল।২০২২ এর এইচ,এস,সি সাকসেস রেটের চাট চোখ পরতেই চোখের দৃষ্টি আরও সজাগ হয়ে গেল। শতকরা একশ ভাগ পাশ তার মধ্যে প্রায় ৯৫% জি,পি,এ ৫ পেয়েছে।একটা প্রশ্ন করা থেকে নিজেকে তখন আর সামলিয়ে রাখতে পারলাম না। বললাম ভাগনা শতকরা একশ ভাগ যদি পাশ করাতে পারেন এর মধ্যে প্রায় ৯৫% জি,পি,এ ৫ তাহলে যারা পারল না ঐ মাত্রায় আসতে না পারার কারণ কি নির্ণয় করা হয়েছে ?বললেন অবশ্যই হাঁ মামা।বুঝা গেল কোথায় যেন একটা তরঙ্গ ছুড়ে দিয়েছি। উনি যা দেখালেন তা দেখে আক্কেলগুড়ম অবস্থা আমার। ঐ সাপেক্ষে আমি নির্ঘাত নিঃসন্দহে বলতে পারি উনার তত্ত্বাবধানে শতকরা ১০০ ভাগ পাশ সহ ১০০ ভাগ জি,পি,এ আনা সম্ভব।আমি বসা থাকতেই একটা পোস্ট এল। উনি খুলে পড়তেই দেখলাম ভাগনার চেহারায় সফলতার একটা স্নিগ্ধ আভা ফুটছে। আমি যেহেতু কলেজের লেখাপড়া নিয়ে কথা উঠিয়েছিলাম তাই উনি আমাকে এটা দেখালেন। আমি উনার কলেজ ও উনার ব্যক্তিগত সাফ্যলে অত্যন্ত খুশী। আমি মনে করি ইহা সমগ্র বাংলাদেশের জন্য উৎসাহ মূলক ও অনুকরনীয় হউক। আমাদের কলেজ ( এম,সি,কলেজ ) শিক্ষক জনাব যব্দুল হক স্যারের অনেক গুলো লেখায় শিক্ষাদান, আদর্শ শিক্ষক এইসব নিয়ে থাকে। আমি ভাবতাম স্যারের ঐ সব লেখা কি কেউ মনযোগ দিয়ে পড়ে ও কর্ম জীবনে কাজে লাগাচ্ছে। আমার এই ভাগনা যব্দুল হক স্যারের লেখা পড়ে থাকেন বা নাই থাকেন তবে উনি যে লেগাসি রেখে যাচ্ছেন তা শিক্ষার ক্ষেত্রে জাতি স্মরণ রাখবে।আদমজি কেন্টেন্মেন্ট কলেজের সকল শিক্ষক বৃন্দকেও স্মরণ করতে চাই ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। ছাত্র ছাত্রিরা যারা অক্লান্ত পরিশ্রম করে ওদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নাম উজ্জ্বল করছে এর অর্থই হল তাদের নিজের জীবনের সার্থকতা সফলতা অপেক্ষায় আছে অদূরে। আশা ও প্রত্যাশা রাখি বাংলাদেশের অনান্য শিক্ষা প্রতিষ্ঠানও এমন সফল হউক। সবাইকে পড়ার জন্য ধন্যবাদ।